পান্ডারগাঁও ইউনিয়নে মদিনা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন হলো।
সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় মদিনা ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের নির্বাহী পরিচালক শফিক উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্যতম পরিচালক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাষ্টার কামাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দারুল হেরা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান, মাওলানা আব্দুল হক, সাংবাদিক এস. ডব্লিউ. সাগর তালুকদার, মাওলানা আলাউদ্দিন রেদওয়ান, শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. আব্দুস ছোবহান, ডা. আনোয়ার হোসেন, এমডি আবু বকর সিদ্দিক, মুজাহিদুল ইসলাম এবং সেন্টারের নিয়মিত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান (এমবিবিএস) ও টেকনোলজিস্ট রাইসুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পান্ডারগাঁও ইউনিয়নের মানুষের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ। স্থানীয় জনগণের নিকটস্থ স্বাস্থ্যসেবার সুযোগ করে দিয়ে মদিনা ডায়াগনস্টিক সেন্টার নিঃসন্দেহে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করল। বক্তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো হয়।

No comments: